১। জরুরী বিভাগঃ জরুরী বিভাগে সার্বক্ষনিক জরুরী চিকিৎসা প্রদান করা হয়।
২। বহি বিভাগঃ
ক) শিশু স্বাস্থ্য পরিচর্যাঃ-
* অসুস্থ শিশুর সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা প্রদান ( আই এম সি আই )
* ইপিআই প্রতিরোধ যোগ্য ৭টি রোগের টিকা প্রদান করা হয়।
খ) বহিঃ বিভাগে আগত রোগীদের চিকিসা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয়।
গ) দন্ত বিভাগে দাঁততোলা এবং চিকিৎসা প্রদান করা হয়।
ঘ)প্যাথলজি বিভাগঃ কফ, মল- মূত্র , কুষ্ট বীর্য পরীক্ষা করা হয়।
রক্তঃ টি,সি,ডি,সি ই, এস, আর হিমোগ্লোবিন , ম্যালেরিয়া পরীক্ষা করা হয়।
ঙ) এক্সরে বিভাগঃ বুকের এক্সরে, হাড়ের এক্সরে , পি এন এস লাম্বার স্পাইন ।
ছ) যক্ষা রোগীর কফ পরীক্ষা সহ যক্ষা ও কুষ্টরোগীর চিকিৎসা প্রদান করা হয়।
জ) ইসিজিঃ ইসিজি এর মাধ্যমে রোগীর হার্টের রোগ পরীক্ষা করা হয়।
৩। আন্তঃবিভাগঃ গর্ভকালীন , প্রসবপূর্ব , প্রসবোত্তর এবং নবজাতকের চিকিৎসা ডায়রিয়া - সহ সকল ভর্তিরোগীদের সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
৪। এ্যাম্বুলেন্সঃ অসুস্থ রোগীদের নির্ধারিত ভাড়ায় বিভিন্ন গন্তব্যে পৌছে দেওয়া হয়।
উক্ত সেবা পাইতে কোন প্রকার সমস্যা হইলে যোগাযোগ ঠিকানাঃ
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , বাঞ্ছারামপুর , ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল নং- ০৮৫২৩৫৬০২২
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS